ডিসোসিয়েশন এমন একটি জটিল মানসিক সমস্যা, যা নিয়ে রয়েছে মানসিক স্বাস্থ্য সেবাদানকারীদের নানাবিধ প্রশ্ন। কিভাবে চিহ্নিত করি ডিসোসিয়েশন?
ইদানীং বা বেশ কিছুদিন ধরে আপনার ক্লায়েন্টের কি এমন হয়েছে যেঃ
• অতীতের বা ইদানীং ঘটে যাওয়া কোনো ঘটনার পুরোটা স্মরণ করতে পারছেন না।
• নিজের অনুভূতি, চিন্তা, আচরণ, অভিজ্ঞতাকে নিজের মনে হচ্ছে না।
• হঠাৎ নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে বা শরীরের কোনো অংশ অসার বোধ হচ্ছে।
• কোনো জায়গায় এসেছেন কিন্ত কিছুতেই স্মরণ করতে পারছেন না যে কীভাবে এখানে এসেছেন।
• মনে হচ্ছে সময় খুব দ্রুত বা খুব ধীরে যাচ্ছে।
• নিজের সাথে কিছু একটা হয়েছে। কিন্তু তার মনে হচ্ছে সেটা তার সাথে হয়নি, অন্য কারো সাথে ঘটেছে তার সামনে।
• তার চারপাশের মানুষকে অবাস্তব মনে হচ্ছে।
• যা কিছু ঘটে চলেছে সেটা বর্ণনা করার মত ভাষা বা সাধ্য তার জানা নাই।
• মনে হচ্ছে তার একাধিক সত্তা আছে, তাদের আলাদা আলাদা চিন্তা, অনুভূতি, আচরণের ধরন, বিশ্বাস রয়েছে৷
এসবই হচ্ছে ডিসোসিয়েশনের উপসর্গ। এই সমস্যায় ভোগা মানুষগুলো নিজের ব্যাপারে ভীত এবং বিভ্রান্ত হয়ে পরতে পারে। ব্যক্তি ও কর্মজীবনে নানা জটিলতার সৃষ্টি হতে পারে।
এই ওয়ার্কশপের উদ্দেশ্য হল এই সমস্যার লক্ষণগুলো জানা, সমস্যার কারণ বোঝার চেষ্টা করা ও সেই সাথে এর প্রতিকার কি আছে সেটা জানা। এ সমস্যা নিয়ে বিভ্রান্তি দূর করা ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে যোগ দিন এ ওয়ার্কশপে।
দ্রষ্টব্যঃ এ ওয়ার্কশপ কেবল মানসিক সাস্থ্য সেবাদানকারীদের (Mental Health Professionals) জন্য প্রযোজ্য। ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়েছে।
তারিখঃ ৬ ডিসেম্বর, ২০২৪
সময়ঃ সকাল ৯টা – বিকাল ৫টা
লোকেশনঃ রুম ৫০৪০, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রেজিস্ট্রেশন ফিঃ
Mental Health Professionals - TK 2500
BCPS Members - TK 2000
Online Registration এর জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
https://docs.google.com/.../1FAIpQLSfqezryRD7.../viewform...
বিকাশ নাম্বারঃ 01706-520948 (Send money)
Offline Registration:
৫০৪০, নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হল, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০ টা – বিকাল ৪:৩০ টা।
এছাড়া যে কোনো প্রশ্ন বা বিস্তারিত জানতে যোগাযোগের নম্বরঃ 01759-399879
!! ️ সীমিত আসন উপলব্ধ !! ️
অপেক্ষা করবেন না এবং এই আকর্ষণীয় সুযোগটি গ্রহণ করার জন্য এখনই আপনার জায়গা নিশ্চিত করুন!
This is visible to an