ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের উদ্যোগে আজ ২৫ সেপ্টেম্বর ২০১৬ রবিবার ৬ষ্ঠ বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০১৬ উদ্যাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে র্যালি উদ্বোধনের মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা করেন।
দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ফার্মেসী লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চীফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মহাব্যবস্থাপক (মার্কেটিং) আহমেদ কামরুল আলম। আলোচনায় অংশগ্রহণ করেন ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মুনীর উদ্দীন আহমেদ, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. রেবেকা বানু, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ এবং ফার্মেসী অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ ছাত্র উপদেষ্টাবৃন্দ।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের উদ্যোগে আজ ২৫ সেপ্টেম্বর ২০১৬ রবিবার ৬ষ্ঠ বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০১৬ উদ্যাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে র্যালি উদ্বোধনের মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা করেন। ছবিতে প্রো-উপাচার্যের নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ দফতর)