‘শারদীয় দুর্গোৎসব বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল সর্বজনীন পূজা কমিটির আয়োজনে গত ১৮ অক্টোবর ২০১৫ (৩ কার্তিক ১৪২২) রবিবার থেকে গতকাল ২২ অক্টোবর ২০১৫ (৭ কার্তিক ১৪২২) বৃহস্পতিবার বোধন থেকে প্রতিমা বিজর্সন পর্যন্ত জগন্নাথ হল পূজা মন্ডপ দর্শনার্থী ও পূজার্থীদের সমাগমে নাচে-গানে মুখরিত ছিল। গতকাল সন্ধ্যায় মহানবমী ও বিজয়া দশমী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল সনাতন ধর্মাবলম্বী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলকে শারদীয় শুভ কামনা জানিয়েছেন।
একইসাথে উপাচার্য পূজা উপলক্ষ্যে হলে প্রকাশিত স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করেন। উপাচার্য এ সময় ধর্মীয় সহমর্মিতা ও সহনশীলতার মাধ্যমে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ প্রতিপাদ্যকে ধারণ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহŸান জানান। তিনি ছাত্র-ছাত্রীদের অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির ঐতিহ্যকে সমুন্বিত রেখে সামাজিক দায়িত্ব পালন করার আহŸান জানান।
জগন্নাথ হল সর্বজনীন পূজা উদযাপন কমিটি’র সভাপতি ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, কমিটির আহŸায়ক ও হলের আবাসিক শিক্ষক ড. সুধাংশু শেখর রায় এবং সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী-এর উদ্যোগে আয়োজিত এবারের অনুষ্ঠানে অন্যান্যবারের চেয়ে দর্শনার্থীদের সংখ্যা ছিল অনেক বেশি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসমূহ ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও ছিল বেশ জোরালো।
-----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
গতকাল ২২ অক্টোবর ২০১৫ বৃহস্পতিবার সন্ধ্যায় মহানবমী ও বিজয়া দশমী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের পূজা মন্ডপ পরিদর্শন করেন। (ছবি : ঢাবি জনসংযোগ)
গতকাল ২২ অক্টোবর ২০১৫ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পূজা উপলক্ষ্যে প্রকাশিত স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করেন। (ছবি : ঢাবি জনসংযোগ)