জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ আগামী ৫-১১ ডিসেম্বর ২০২১ ‘ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ক্রিকেট, টেবিল টেনিস, দাবা, লুডু এবং ডার্ট। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে গান (দেশের গান, নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত ও আধুনিক গান), নৃত্য, কবিতা, উপস্থিত বক্তৃতা (বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা) এবং আলোকচিত্র প্রদর্শনী। বঙ্গবন্ধু, ৭ মার্চ ১৯৭১, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ১৪ ডিসেম্বর ১৯৭১, ১৬ ডিসেম্বর ১৯৭১ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী সম্পর্কিত লেখা, কবিতা ও ছবি নিয়ে দেয়াল পত্রিকা প্রকাশ করা হবে। বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা, বঙ্গবন্ধুর বিজ্ঞানভাবনা, ৭ মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস সম্পর্কিত কবিতা, নিবন্ধ ও প্রবন্ধ নিয়ে স্মরণিকা প্রকাশ করা হবে।
‘ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’ পালন শেষে আগামী ১২ ডিসেম্বর ২০২১ রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং সভাপতিত্ব করবেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
অধ্যাপক ড. ইয়ারুল কবীর
চেয়ারম্যান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।