সুধী,
শুভেচ্ছা নিবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ সমূহ হতে সাম্প্রতিক সময়ে যে সকল সম্মানীত শিক্ষক বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন তাদের গবেষণা পত্রসমূহ নিয়ে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র একটি ‘Lecture series’ আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩১ মে ২০২৩, বুধবার, ৩:০০টায় ‘Lecture series’ – এর ষষ্ঠ সেমিনারে ""From Dispossession to Surplus Production: A Theory of Capitalist Accumulation in Neoliberal Bangladesh" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন করবেন ড. লিপন মণ্ডল, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জিয়া রহমান।
অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত।
স্থান: ৪০১, লেকচার থিয়েটার ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
(অধ্যাপক ড. জিয়া রহমান)
পরিচালক
উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র