সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, এ কে এম শাহজাহান কামাল বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একজন অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৬৬ সালের ৬ দফা ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়া, ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে এই বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এ কে এম শাহজাহান কামাল ১৯৭৩ সালে প্রথম সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি লক্ষ্মীপুর জেলায় গণআন্দোলনে নেতৃত্ব দেন। সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনীতিবিদ হিসেবে তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনগনের কল্যাণে সারাজীবন কাজ করে গেছেন। জনপ্রিয় এই বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, এ কে এম শাহজাহান কামাল আজ ৩০ সেপ্টম্বর ২০২৩ শনিবার ভোর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়