ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ হাদিউজ্জামান-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ০৪ অক্টোবর ২০২৩ বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. সৈয়দ হাদিউজ্জামান ছিলেন একজন খ্যাতিমান শিক্ষক, গবেষক ও উদ্ভিদ বিজ্ঞানী। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, উদার, মানবিক, সজ্জন এই গুণী শিক্ষক বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীর কাছে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল ও পত্র-পত্রিকায় এই উদ্ভিদ বিজ্ঞানীর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া, তিনি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ক বেশ কিছু গ্রন্থও রচনা করেছেন। প্ল্যান্ট বায়োটেকনোলজিসহ উদ্ভিদবিজ্ঞানের উন্নয়ন ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য এই উদ্ভিদ বিজ্ঞানী স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. সৈয়দ হাদিউজ্জামান গতকাল ০৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীতে তাঁর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়