ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে গত ২২ সেপ্টেম্বর ২০২৩ নিউরোসাইকোলজি ল্যাব উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবের উদ্বোধন করেন এবং আলোচনায় অংশ নেন। আশা করা হচ্ছে, এই নিউরোসাইকোলজি ল্যাব বাংলাদেশে ব্রেইন ইনজুরিতে আক্রান্ত মানুষদের মানসিক স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ২১-২৪ সেপ্টেম্বর, ২০২৩ ‘৬ষ্ঠ বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সম্মেলন’ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ‘Developing Neuropsychology Services in Bangladesh’-শীর্ষক একটি প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগীয় চেয়ারম্যান জোবেদা খাতুনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্লেনারি সেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ভিজিটিং ফ্যাকাল্টি এবং ব্রিটিশ সাইকোলজি সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট ড. গ্রাহাম ই পাওয়েল।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সাধারণ সম্পাদক ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহানূর হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম সালেক, প্রখ্যাত নিউরো সার্জন ও ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জালাল উদ্দিন আহমেদ রুমি। অনুষ্ঠানে নিজের ব্রেইন ইনজুরি থেকে সুস্থ হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন দৈনিক প্রথম আলোর চিফ ফটো জার্নালিস্ট জিয়া ইসলাম।