বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মি. ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান আজ ৮ অক্টোবর ২০২৩ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে মতবিনিময় করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও তথ্য বিনিময়ের ব্যাপারেও তাঁরা ঐক্যমত পোষণ করেন। এসময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের বিষয় আগ্রহ প্রকাশ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলাদেশ এবং সৌদি আরব হচ্ছে দুটি বন্ধুপ্রতিম ও ভ্রাতৃত্বপূর্ণ দেশ। উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম চলমান রয়েছে। পারস্পরিক এই সম্পর্ক আগামীতে আরো গতিশীল ও জোরদার হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতা প্রদানে গভীর আগ্রহ প্রকাশের জন্য সৌদি রাষ্ট্রদূত মি. ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানকে আন্তরিক ধন্যবাদ জানান।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মি. ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান আজ ৮ অক্টোবর ২০২৩ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। (ছবি: ঢাবি জনসংযোগ)