ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের মেট কাউন্সিল ২০২২-২৩ এর বিদায় সংবর্ধনা ও মেট কাউন্সিল ২০২৩-২৪ এর অভিষেক অনুষ্ঠান গতকাল ২৯ নভেম্বর ২০২৩ বুধবার সন্ধ্যায় এলিফ্যান্ট রোডস্থ একটি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ ড. মুমিত আল রশিদ, বিদায়ী সিনিয়র রোভার মেট মেহেদী হাসান পিএস এবং নবনিযুক্ত সিনিয়র রোভার মেট সারতাজ সাহাদৎ পিএস। অনুষ্ঠান সঞ্চালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার লিডার ড. ফাতিমা আক্তার।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল রোভারদের অগ্রগতি পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। রোভারদের দক্ষ মানবসম্পদে পরিনত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের মেট কাউন্সিল ২০২২-২৩ এর বিদায় সংবর্ধনা ও মেট কাউন্সিল ২০২৩-২৪ এর অভিষেক অনুষ্ঠান গতকাল ২৯ নভেম্বর ২০২৩ বুধবার সন্ধ্যায় এলিফ্যান্ট রোডস্থ একটি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)