মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘ন্যায়যুদ্ধে বাঙালি’ স্লোগান ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সংগঠন স্লোগান’৭১-এর নেতৃত্বে অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ৩-দিনব্যাপী ‘রক্তে রাঙা বিজয় আমার-২০২৩’ শীর্ষক সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার সন্ধ্যায় টিএসসিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
স্লোগান’৭১-এর সভাপতি নয়ন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন। এসময় স্লোগান’৭১-এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান অমিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এরকম আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বিজয়ের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। জাতির পিতা যে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, তা ভূলুন্ঠিত করতে একাত্তরের পরাজিত অপশক্তি আজও নানাভাবে তৎপর রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান স্বাধীনতার চেতনা ধারণ করে সকল অপশক্তি রুখে দেয়ার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
৩-দিনব্যাপী এই সাংস্কৃতিক কর্মসূচিতে বিভিন্ন সংগঠন জাতীয় পতাকা সেলাই, সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন রয়েছে।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘ন্যায়যুদ্ধে বাঙালি’ স্লোগান ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সংগঠন স্লোগান’৭১-এর নেতৃত্বে অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ৩-দিনব্যাপী ‘রক্তে রাঙা বিজয় আমার-২০২৩’ শীর্ষক সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার সন্ধ্যায় টিএসসিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)