ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ১৫ জানুয়ারি ২০২৪ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে ছাত্রীদের আন্তঃহল এবং ছাত্রদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার ও পরিচালক মো. শাহজাহান আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার লক্ষ্যে খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের উপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ে এসব কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বেই উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ পরিচালিত হবে। এজন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে এবং পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে লেখাপড়ায় ভালো করার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
ছাত্রীদের ৫টি হল এবং বিভাগ ও ইনস্টিটিউটের ছাত্রদের ৮৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আগামীকাল ছাত্রীদের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং রোকেয়া হল। একই দিনে ছাত্রদের উদ্বোধনী ম্যাচে ইংরেজি বিভাগের বিপক্ষে খেলবে আরবী বিভাগ।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়