ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা আজ ০১ ফেব্রæয়ারি ২০২৪ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্ত্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সুস্থ মনের অধিকারী হতে হলে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখতে হবে। এজন্য প্রতিদিন খেলাধুলা ও শরীরচর্চা করলে শিক্ষার্থীরা সুস্থ থাকতে পারবে এবং পড়াশোনায়ও বেশি মনোনিবেশ করতে পারবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সহশিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। নিয়মানুবর্তিতা মেনে ও সুশৃঙ্খলভাবে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে দক্ষ, সৎ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়