ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লোক প্রশাসন বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী রেহেনা আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্স-আপ হয়েছেন পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী বাবলী আক্তার মনা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ০৫ ফেব্রæয়ারি ২০২৪ সোমবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ফারহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং বঙ্গমাতা হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এই হলের নাম উচ্চারনের সাথে সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা, আমাদের মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধু পরিবারের ত্যাগ ও অবদান সর্বোপরি মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অমর স্মৃতি আমাদের সামনে চলে আসে। বঙ্গমাতার গুণাবলী ও আদর্শ ধারন করে সুনাগরিক হিসেবে গড়ে উঠে শিক্ষা ও ক্রীড়াসহ সকল ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাঙালির মুক্তি সংগ্রামের প্রতিটি ঘটনায় এই মহিয়সী নারীর অবদান ও ত্যাগ চিরস্মরণীয়। তিনি বলেন, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষা ও গবেষণার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।
উল্লেখ্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৫টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেয়।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়