ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো: তোফায়েল হোসেন ও রাষ্টবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সজীব কাজী এবং রানার্স-আপ হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাহারিয়া ইমন। এই হলের মধ্যে দিয়ে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ঢাবি এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং সলিমুল্লাহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের হল ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, ঐতিহ্য ও ভাবমূর্তি সমুন্নত রেখে পড়াশুনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। নিয়মিত শরীর চর্চার ফলে শিক্ষার্থীদের মাঝে সহনশীলতা, ধৈর্য্য, জয়-পরাজয় মেনে নেয়ার মানসিকতা এবং নেতৃত্ব গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও সেরাদের সেরা হওয়ার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অধিক দক্ষতা অর্জন করতে হবে।
উল্লেখ্য, সলিমুল্লাহ মুসলিম হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৮টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেয়।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়