ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUBAA) -এর ৮ম পুনর্মিলনী অনুষ্ঠান আজ ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার বিভাগে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
DUBAA-এর সভাপতি ড. মো. আতহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উটইঅঅ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল বাশার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিভাগকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের জন্য অ্যালামনাইদের প্রতি আহবান জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে তাদেরকে ১ম বর্ষ থেকেই বৃত্তির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষা ও গবেষণার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মানসম্মত গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপাচার্য আরও বলেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন অর্জনে ঢাকা বিশ্ববিদালয় নেতৃত্ব দিয়েছে। জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদার আসনে নিয়ে যেতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ২০২০ সালের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী শেখ সানজিদ হোসেন এবং ২০২১ সালের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী দীপা রানী রায়কে অনুষ্ঠানে স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া, অনুষ্ঠানে বিভাগীয় বিভিন্ন ট্রাস্ট ফান্ড থেকে বিভিন্ন শিক্ষাবর্ষের ৬১জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়