ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর উদ্যোগে ‘Industry-Academia Collaboration: Prospects, Challenges and the Way Forward’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ. মোমেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউটের অধ্যাপক শেখ মোর্শেদ জাহান মূল প্রবন্ধ উপস্থাপন করেন । কর্মশালায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আইবিএ’র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কারিকুলাম উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করে বলেন, অন্যথায় বিশ্বমানের শিক্ষা ও গবেষণা সম্ভব নয়। তিনি বলেন, আমাদের দেশে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতাসমূহ চিহ্নিত করতে হবে এবং এগুলো দূর করার উপায় বের করতে হবে। এই কর্মশালা এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়