ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের উদ্যোগে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পকর্ম প্রদর্শনীর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিজয়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজ ও দেশ পরিবর্তনে শিল্পকর্ম হচ্ছে অন্যতম হাতিয়ার। শিল্পকর্ম সব সময় একটি শক্তিশালী মাধ্যম। ঢাবি চারুকলা অনুষদের শিল্পীরা বিশেষ করে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে আমাদের চিন্তার জগৎ উন্মোচিত করে। শিল্পকর্মের মাধ্যমে সমাজের সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য তিনি শিল্পীদের প্রতি আহবান জানান।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়