মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ^বিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে আজ ১৯ ফেব্রæয়ারি ২০২৪ সোমবার ভাষা উৎসব উদ্যাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ভাষা প্রোগ্রামের শিক্ষক ও দেশি-বিদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহিদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ভাষা আন্দোলনে নেতৃত্ব দেয়ায় ১৯৪৮ সালে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিল। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষার অধিকার ও মর্যাদা লাভ করেছি। বর্তমানে পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিশে^র সকল দেশ ও সকল ভাষাভাষীর জন্য দিবসটি এখন শক্তি ও অনুপ্রেরণার উৎস। উপাচার্য বিশ্বের সকল ভাষা যথাযথভাবে সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী ভাষা উৎসবে বাংলা, ইংরেজি, আরবী, ফরাসি, হিন্দি, স্প্যানিশ, চীনা, জাপানিসহ বিভিন্ন ভাষায় সংগীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিভিন্ন ভাষা প্রোগ্রামে অধ্যয়নরত বাংলাদেশ, ভারত, চীন, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়