ঢাকা বিশ্ববিদ্যালয় গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবতাবাদী দার্শনিক শহিদ ড. গোবিন্দচন্দ্র দেবের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মনসুর মুসা ‘একলব্য মানুষ ও অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, ড. গোবিন্দচন্দ্র দেব ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবতাবাদী দার্শনিক। তিনি সুন্দর সমাজ ও পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তোলার জন্য আজীবন কাজ করে গেছেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়