ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ, বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ০১ মার্চ ২০২৪ শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিভাগের অধ্যাপক ড. নূরুল হুদা আবুল মনসুর, নবীনবরণ উদযাপন কমিটির আহŸায়ক অধ্যাপক ড. প্রদীপ চাঁন দুগার, ছাত্র উপদেষ্টা ফোরকান আহমেদ এবং আঞ্জুমান মফিদুল ইসলামের ভাইস-প্রেসিডেন্ট মো. আজিম বক্স বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক মিঠুন কুমার সাহা।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শতবর্ষী এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিভাগের অ্যালামনাইবৃন্দ বৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ১ম বর্ষ থেকেই বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১ম বর্ষ থেকেই শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রদান, সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করাসহ নানান উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ-সুবিধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মনন ও মেধার চর্চা করতে হবে। যোগ্য ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কার্যকরী ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, এই নবীনবরণ অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ৭৭জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ২য় পর্বে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ^বিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ০১ মার্চ ২০২৪ শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। (ছবি : ঢাবি জনসংযোগ)