ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষ্যে ‘সমতা ও উন্নয়নে নারীর জন্য বিনিয়োগ’ শীর্ষক এক আলোচনা সভা আজ ৬ মার্চ ২০২৪ বুধবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগের চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি এবং বিশিষ্ট কবি ও লেখক শামীম আজাদ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, সুন্দর ও উন্নয়ত সমাজ গড়তে হলে নারীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশে নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য অবদান তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির উন্নয়নে সকল পেশায় নারীদের সম্পৃক্ত করেছেন। দেশের উন্নয়নের ধারা আরও এগিয়ে নিতে সকলক্ষেত্রে নারীদের ভূমিকা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ‘সমতা ও উন্নয়নে নারীর জন্য বিনিয়োগ’ প্রতিপাদ্যে অনুচিন্তা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ২য় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষ্যে ‘সমতা ও উন্নয়নে নারীর জন্য বিনিয়োগ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)