ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সেন্টার ফর চায়না স্টাডিজ’ এবং সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর যৌথ উদ্যোগে ‘Development and Governance Experiences in China and Bangladesh’ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার আজ ২৫ মার্চ ২০২৪ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল-এর সভাপতিত্বে উদ্বোধনী সেশনে চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. চেন ডংঝিয়াও, ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুসান ভাইজ, এফএও-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. শি জিয়াওকুন এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এছাড়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ প্রতিবেদন সেশনে চীনের অর্থনৈতিক পরিস্থিতির ওপর প্রবন্ধ উপস্থাপন করেন পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াও ইয়াং। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. যু হোংলিয়ান এবং ইউনান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক হু জিনমিং বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সামাজিক সমস্যা সমাধান এবং বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে তথ্য ও জ্ঞান বিনিময় এবং যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ এবং চীনের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন, মূল্যবোধের বিকাশ ও জ্ঞান চর্চার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ একটি অভিন্ন প্লাটফর্ম তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন বলেন, সামাজিক স্থিতিশীলতা রক্ষা, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং দু’দেশের আধুনিকায়নে বাংলাদেশ এবং চীন একসঙ্গে কাজ করছে। তিনি দু’ বন্ধুরাষ্ট্রের বিশেষজ্ঞদের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ঢাকাস্থ চীনা দূতাবাস এক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সেন্টার ফর চায়না স্টাডিজ’ এবং সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর যৌথ উদ্যোগে 'Development and Governance Experiences in China and Bangladesh' শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার আজ ২৫ মার্চ ২০২৪ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল-এর সভাপতিত্বে উদ্বোধনী সেশনে চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)