ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজি-এর যৌথ উদ্যোগে ফরেনসিক সায়েন্স বিষয়ে দু’দিনব্যাপী এক কর্মশালা আজ ২৪ এপ্রিল ২০২৪ বুধবার ক্রিমিনোলজি বিভাগের সেমিনার কক্ষে শুরু হয়েছে।
বিভাগীয় চেয়ারপার্সন মিজ্ শাহারিয়া আফরিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ভারতের স্কুল অব বিহ্যাভিওরাল ফরেনসিক-এর সহযোগী অধ্যাপক ড. প্রিয়াংকা কাচার এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজি-এর পরিচালক ও ভারতের এনএফএসইউ-এর ফরেনসিক সাইকোলজি বিষয়ে পিএইচ.ডি. স্কলার মো. মিরাজ হোসেইন।
কর্মশালায় বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থীসহ অপরাধ বিজ্ঞান বিষয়ক গবেষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজি-এর যৌথ উদ্যোগে ফরেনসিক সায়েন্স বিষয়ে দু’দিনব্যাপী এক কর্মশালা আজ ২৪ এপ্রিল ২০২৪ বুধবার ক্রিমিনোলজি বিভাগের সেমিনার কক্ষে শুরু হয়েছে। (ছবি: ঢাবি জনসংযোগ)