ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর উদ্যোগে ‘ঊসঢ়ড়বিৎরহম এরৎষং রিঃয ওঈঞ ঝশরষষং ধহফ ঊসঢ়ষড়ুসবহঃ: ঈযধষষবহমবং ধহফ ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং’ শীর্ষক বঙ্গমাতা বক্তৃতামালা আজ ২৪ এপ্রিল ২০২৪ বুধবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান আলোচনায় অংশ নেন। স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক।
শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এমপি তথ্য-প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য দেশের নারী সমাজের প্রতি আহ্বান জানান। দেশে তথ্য-প্রযুক্তি খাতে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনার চিত্র তুলে ধরে তিনি বলেন, নারীরা এসব সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী কর্মতৎপরতার ফলে নারীরা এখন ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে ঘরে বসেই উপার্জন করতে পারেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি নারী সমাজের প্রতি আহ্বান জানান।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার দেশের তথ্য-প্রযুক্তি খাতের প্রসার ও উন্নয়নের উপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে বিদ্যমান বাধাসমূহ দূর করতে হবে। তথ্য-প্রযুক্তি, শিক্ষা, শিল্প, ব্যবসাসহ সকল খাতে নারীদের অংশগ্রহণ বেড়েছে। নারীদের জন্য উপযুক্ত কর্ম-পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর উদ্যোগে ‘ঊসঢ়ড়বিৎরহম এরৎষং রিঃয ওঈঞ ঝশরষষং ধহফ ঊসঢ়ষড়ুসবহঃ: ঈযধষষবহমবং ধহফ ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং’ শীর্ষক বঙ্গমাতা বক্তৃতামালা আজ ২৪ এপ্রিল ২০২৪ বুধবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। (ছবি: ঢাবি জনসংযোগ)