অটিজম সচেতনতা মাস উপলক্ষ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস্ বিভাগ এবং ইয়ুথ পলিসি ফোরাম-এর যৌথ উদ্যোগে গতকাল ২৯ এপ্রিল ২০২৪ সোমবার সন্ধ্যায় অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘Empowering Autistic Voices: Understanding of Education, Economic And Gender Mainstreaming in Bangladesh’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, এডটেক হাব-এর কান্ট্রি লিড আফসানা সাদিক অতুলি এবং সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ অটিস্টিক চিলড্্েরন-এর চেয়ারপার্সন মিসেস সুবর্ণা চাকমা আলোচনায় অংশ নেন। বিভাগের চেয়ারপার্সন শারমীন আহমেদ আলোচনা সভা পরিচালনা করেন।
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেন, অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি করতে হবে এবং সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবাই মিলে চেষ্টা করলে বিশেষ ব্যবস্থার মাধ্যমে পরিবারের মধ্যে রেখেই অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনে নিয়ে যাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিভিন্ন উদ্যোগের কারণে দেশে এখন অটিজম বিষয়ে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে অটিজম প্রতিরোধে সরকারিভাবে চিকিৎসা, শিক্ষা,গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা ও কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সায়মা ওয়াজেদ পুতুল অটিজমের ব্যাপারে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। অটিস্টিক শিশুশের বিশেষ পরিচর্যা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও, উন্নত গবেষণা কার্যক্রম পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে একটি ল্যাবরেটরি স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। সেবা, আদর, ভালোবাসা ও উপযুক্ত প্রশিক্ষণ পেলে অটিস্টিক শিশুরা আশীবার্দে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং ইয়ুথ পলিসি ফোরামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
অটিজম সচেতনতা মাস উপলক্ষ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস্ বিভাগ এবং ইয়ুথ পলিসি ফোরাম-এর যৌথ উদ্যোগে গতকাল ২৯ এপ্রিল ২০২৪ সোমবার সন্ধ্যায় অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে 'Empowering Autistic Voices: Understanding of Education, Economic And Gender Mainstreaming in Bangladesh’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)