ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS)-এর উদ্যোগে ‘ভাষা আন্দোলন এবং বিশ্বে বাংলাভাষী স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের আবির্ভাব’ শীর্ষক দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ৩০ এপ্রিল ২০২৪ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ঢাকা বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান সমাপনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফকরুল আলম অনুষ্ঠান সঞ্চালন করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী ভাষা আন্দোলনের চেতনা ও শক্তি ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে সম্পৃক্ত হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহŸান জানান। তিনি বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার মাধ্যমে বিশ্বের সকল ভাষাভাষী লোকের মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন। এদেশের সকল নির্যাতিত ও নিপীড়িত মানুষের মুক্তির জন্যই বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়