ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘সুলতান আহমেদ মেমোরিয়াল কনফারেন্স-২০২৪’ আজ ৩ মে ২০২৪ শুক্রবার বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের উদ্বোধন করেন।
পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় অধ্যাপক ড. সাবিনা হোসেন এবং বুয়েটের অধ্যাপক ড. এ কে এম আখতার হোসেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সুলতান আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। পদার্থ বিজ্ঞান শিক্ষা প্রসারে ও গবেষণায় এই জনপ্রিয় ও মেধাবী শিক্ষকের অপরিসীম অবদান রয়েছে। এই সম্মেলন তরুন শিক্ষার্থী ও গবেষকদের অধিকতর মৌলিক গবেষণায় উৎসাহী হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের অনেক পদার্থ বিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়