ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক রওশন আরা চৌধুরী-এর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ০৬ মে ২০২৪ সোমবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক রওশন আরা চৌধুরী ছিলেন একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তিনি ইনস্টিটিউটের শিক্ষক ও গবেষক হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। অত্যন্ত সজ্জন, অমায়িক, নম্র এবং ভদ্র স্বভাবের অধিকারী ছিলেন তিনি। শিক্ষার প্রসার ও গবেষণায় অসাধারণ অবদান রাখার জন্য অধ্যাপক রওশন আরা চৌধুরী স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক রওশন আরা চৌধুরী গতকাল ০৫ মে ২০২৪ রবিবার রাজধানীর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়