একবিংশ শতাব্দীর নানাবিধ বৈজ্ঞানিক সমস্যা নিরসনে আমাদের প্রয়োজন দক্ষ গবেষক যারা বিজ্ঞানের নিত্যনতুন ও অভিনব পদ্ধতি কাজে লাগিয়ে আমাদের দেশের ও বিশ্বের সমস্যা সমাধানে কাজ করে যাবেন। এই লক্ষ্যকে সামনে রেখে ‘বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম)’ এর উদ্যোগে ৫ই মে- ৯ই মে উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ৫ দিন ব্যাপী ‘’CRISPR-Cas9 Genome Editing Mechanism: A New Era in Molecular Biology’ শীর্ষক ওয়ার্কশপ।
ওয়ার্কশপটি আয়োজন ও সুষ্ঠুভাবে পরিচালনায় যথাযথ উদ্যোগ এবং সার্বিক সহায়তা প্রদান করেছেন প্রফেসর ড. মুনাওয়ার সুলতানা, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আহ্বায়ক এবং ওয়ার্কশপ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বিএসএম। এতে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলো প্ল্যান্ট ব্রিডিং এন্ড বায়োটেকনোলজি ল্যাবরেটরি, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওয়ার্কশপের রিসোর্স পার্সন ও প্রধান প্রশিক্ষকের ভূমিকা পালন করেছেন ড. তাহমিনা ইসলাম, এসোসিয়েট প্রফেসর, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৫ই মে, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ওয়ার্কশপটির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মুনিরুল আলম, সভাপতি, বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম) ও সিনিয়র সাইন্টিস্ট,আইসিসিডিআরবি, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহম্মদ মনজুরুল করিম, সাধারণ সম্পাদক, বিএসএম এবং মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুনাওয়ার সুলতানা, সহসাধারণ সম্পাদক, বিএসএম। আরও উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিহির লাল সাহা, প্রফেসর ড. রাখহরি সরকার, এসোসিয়েট প্রফেসর ড. তাহমিনা ইসলাম ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণের আনুষ্ঠানিকতা শুরু হয় প্রফেসর ড. জেবা ইসলাম সিরাজ, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ‘CRISPR_Cas9 as a quick tool for non-GM crop improvement” শীর্ষক আলোচনার মাধ্যমে ।
ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করেছেন ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি , বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, সেন্টার ফর এডভান্সড রিসার্চ ইন সায়েন্স (ঢাকা বিশ্ববিদ্যালয়), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মতো দেশের স্বনামধন্য বৈজ্ঞানিক প্রতিষ্ঠান সমূহে কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তাগণ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ ছিলো লক্ষ্যণীয়।
পাঁচ দিন জুড়ে এ ওয়ার্কশপে ‘‘CRISPR-Cas9’ মেকানিজম, ইন সিলিকো এনালাইসিস, প্রাইমার ও গাইড আরএনএ ডিজাইন, মলিকুলার ক্লোনিং, ভেক্টর কন্সট্রাক্টশন এবং মলিকুলার এনালাইসিস ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্ল্যান্ট ব্রিডিং এন্ড বায়োটেকনোলজি ল্যাবরেটরিতে হাতে-কলমে ক্রিসপার প্রযুক্তির বিভিন্ন এক্সপেরিমেন্ট করার, কুইজ , গ্রুপ প্রেজেন্টেশন ইত্যাদির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের নিজেদের অর্জিত জ্ঞানের আত্মমূল্যায়নের সুযোগ প্রদান করা হয়।
৯ই মে, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন ড. মুনিরুল আলম, প্রফেসর ড. মুহম্মদ মনজুরুল করিম, প্রফেসর ড. মুনাওয়ার সুলতানা, প্রফেসর ড. মিহির লাল সাহা, প্রফেসর ড. রাখহরি সরকার, এসোসিয়েট প্রফেসর ড. তাহমিনা ইসলাম প্রমুখ।