‘ক্যাটালাইজিং অ্যাকশন ফর আওয়ার ওসেন এন্ড ক্লাইমেট’ প্রতিপাদ্য ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওসেন গভার্নেস-এর যৌথ উদ্যোগে আজ ০৮ জুন ২০২৪ শনিবার ‘বিশ্ব সমুদ্র দিবস’ পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সকালে কার্জন হল প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় কার্জন হল প্রাঙ্গণে এক র্যালি বের করা হয়। র্যালিতে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরীসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়