ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী-এর অবসরগ্রহণ উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ০৬ জুলাই ২০২৪ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. ফকরুল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, এমপি এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন।
প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সফলভাবে কর্মজীবন শেষ করায় অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকীকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই রাষ্ট্রবিজ্ঞানীর অবদান অসামান্য। তিনি তাঁর গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্র প্রণয়নের কাজ করেছেন, যা দেশ ও আন্তর্জাতিক পরিমÐলে অত্যন্ত প্রশংসা পেয়েছে। অভিবাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে সরকার ও নীতিনির্ধারকদের জন্যও অধ্যাপক ড. তাসনীম সিদ্দিকীর গবেষণাকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী-এর ভবিষ্যত জীবনের সুস্থতা ও সফলতা কামনা করে বলেন, তিনি একজন প্রতিথযশা শিক্ষক, গবেষক, প্রশাসক ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। আন্তরিকতা, সৌজন্যতাবোধ ও অমায়িক ব্যবহার দিয়ে অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের হৃদয় জয় করে নিয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি অভিবাসন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রামরু’র প্রতিষ্ঠাতা চেয়ারপার্সনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিটিতে অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। অবসরে গেলেও এই গুণী শিক্ষকের শিক্ষা, গবেষণাকর্ম ও প্রাসঙ্গিকতা কখনও ফুরিয়ে যাবেনা বলে উপাচার্য উল্লেখ করেন।
এছাড়া, অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং সংশ্লিষ্টরা অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীকে নিয়ে স্মৃতিচারণ করেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী-এর অবসরগ্রহণ উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ০৬ জুলাই ২০২৪ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)