বিগত কয়েকদিনে ক্যাম্পাসে সংঘটিত অপ্রত্যাশিত ও অনাকাক্সিক্ষত ঘটনাবলি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গভীরভাবে ব্যথিত করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে ক্যাম্পাসে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যার যার অবস্থান থেকে দায়িত্ব এবং ভূমিকা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি।
আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অপ্রীতিকর কর্মকান্ডে জড়িত ছিল না। এতদসত্তে¡ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রæততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান এবং শিক্ষা কার্যক্রম দ্রæততম সময়ে শুরু করার লক্ষ্যে আরো যে সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা নিম্নরূপ:
* বিশ্ববিদ্যালয়ের হলসমূহে শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই থাকবে তা নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব নীতিমালা অনুযায়ী আবাসিক হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে;
* শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচি পালনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে ভবিষ্যতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে;
* জরুরি প্রয়োজন ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান করবে, যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটাতে না পারে। তবে, বিশ্ববিদ্যালয়ে প্রচলিত নিয়মে নির্ধারিত গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বের ন্যায় নিয়োজিত থাকবে;
* দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত হলের কক্ষসমূহ সংস্কারকরত: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে;
* ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন কোনোক্রমেই ব্যাহত না হয়, সেজন্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে প্রশাসন সচেষ্ট রয়েছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কাম্য।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়