ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের উদ্যোগে আজ ৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। ক্যাম্পাস সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ উপলক্ষ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সভাপতি তিথি এলমাতুন সুচিতা মিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সহ-সভাপতি অর্পিতা রায় শাওন অনুষ্ঠান সঞ্চালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন, দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে। সৃজনশীল কর্মতৎপরতার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ভূমিকা পালনের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সদস্যদের প্রতি আহ্বান জানান।
০৮/১০/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের উদ্যোগে আজ ৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। ক্যাম্পাস সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। পরে ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। (ছবি : ঢাবি জনসংযোগ)