ফেসবুকে ‘University of Dhaka’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভেরিফাইড পেইজটি রয়েছে, সেটি দীর্ঘদিন নিস্ক্রিয় অবস্থায় ছিল। সেখানে ২০২১ সালের অক্টোবর মাসে সর্বশেষ পোস্ট দেয়া হয় এবং ২০১৮ সাল থেকে এ পর্যন্ত উক্ত পেইজে সর্বমোট ৫ টি পোস্ট দেয়া হয়েছে। আইসিটি সেল প্রতিষ্ঠার অনেক আগে (নভেম্বর ২০১৪) পেইজটি তৈরি হওয়ায় তখন বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা এবং কিছু শিক্ষার্থী পেইজটির এডমিনের দায়িত্বে ছিলেন, যার সুনির্দিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে নেই। উপরন্তু, পেইজটি একজনের ব্যক্তিগত ফেসবুক একাউন্টের বিপরীতে খোলা হয়েছিল, যা তিনি এখনো ব্যবহার করছেন।
এমতাবস্থায়, উক্ত পেইজটি ব্যবহার করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপদ মনে করছে না। ফলে, বিগত ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আইসিটি সেল-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘The University of Dhaka’ (https://www.facebook.com/duadministration/) শীর্ষক একটি নতুন ফেসবুক পেইজ তৈরি করে, যার ভেরিফিকেশনের প্রক্রিয়া এখন চলমান। একই সাথে বিগত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বরাবর বিশ্ববিদ্যালয়ের পূর্বের ভেরিফাইড পেইজটির পূর্ণ কন্ট্রোল ফিরে পেতে একটি চিঠি প্রেরণ করে, যার প্রক্রিয়াও বর্তমানে চলমান। পূর্বের পেইজটি যেহেতু একজনের ব্যক্তিগত ফেসবুক একাউন্টের বিপরীতে খোলা হয়েছিল তাই উক্ত পেইজটির সম্পূর্ণ কন্ট্রোল ফিরে পাওয়ার পর পেইজটি ডিলিট করে দেয়া হবে এবং নতুন পেইজটি ভেরিফাইড হয়ে গেলে সেটিই হবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভেরিফাইড ফেসবুক পেইজ। তাই আগ্রহী সকল অংশীজনকে এখন থেকে https://www.facebook.com/duadministration/ ফেসবুক পেইজটি ফলো করার জন্য অনুরোধ করা হচ্ছে।
১৩/১০/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়