বিশিষ্ট বিদ্যানুরাগী ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়া ও ড. ধর্মকীর্তি মহাথের আজ ২৩ অক্টোবর ২০২৪ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের লাইব্রেরিতে ব্যবহারের জন্য পবিত্র ত্রিপিটকের-২১৭ খন্ড ও বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ১ লাখ টাকার একটি চেক প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পবিত্র ত্রিপিটক ও বৃত্তির চেক গ্রহণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয় দত্ত বড়ুয়া, ভিক্ষু সুনন্দপ্রিয় এবং বিভাগের চেয়ারম্যান ড. নীরু বড়ুয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
২৩/১০/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়