ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ পরিচালিত ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জেনোসাইড স্টাডিজ’ কোর্সের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণী অনুষ্ঠান আজ ২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর পরিচালক অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ১৭ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। শিক্ষার্থীরা এই কোর্স থেকে অর্জিত জ্ঞান পেশাগত জীবনে যথাযথভাবে কাজে লাগাবেন এবং দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
২৪/১০/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়