ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ ইউনিভার্সিটি ল্যারেটরি (ইউল্যাব) স্কুল ও কলেজ-এর ২০১৬ শিক্ষাবর্ষে কে.জি (বাংলা মাধ্যম এবং ইংরেজী ভার্সন) আভ্যন্তরীণ ও বহিরাগত এবং ৫ম, ৬ষ্ঠ, ৮ম ও ৯ম শ্রেণীতে (সীমিত সংখ্যক- বাংলা মাধ্যম) এবং ৪র্থ ও ৫ম শ্রেণীতে (সীমিত সংখ্যক- ইংরেজী ভার্সন) ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে আগামী ৭ ডিসেম্বর ২০১৫ তারিখ থেকে এবং চলবে ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত। আবেদন ফরম গ্রহণ করা হবে ৮ ডিসেম্বর ২০১৫ থেকে ১৫ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত। শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯:০০টা দুপুর থেকে ১:০০টা পর্যন্ত নির্ধারিত দিনে এই কার্যক্রম চলবে। কে.জি শ্রেণীতে ভর্তির বয়সসীমা ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে ৪ বৎসর ৬ মাস থেকে ৫ বৎসর ৬ মাস হতে হবে।
লটারির মাধ্যমে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি ২০১৬ কে.জি অভ্যন্তরীণ সকাল ৯:০০টা, কে.জি বহিরাগত সকাল ১০:৩০টা এবং কেজি ইংরেজি ভার্সন সকাল ১১:০০টা। ৪র্থ ও ৫ম শ্রেণীর (ইংরেজী ভার্সন) এবং ৫ম, ৬ষ্ঠ, ৮ম ও ৯ম শ্রেণীর ভর্তি পরীক্ষা ৬ জানুয়ারি ২০১৬ সকাল ৯:০০টায় অনুষ্ঠিত হবে।
ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য www:deb108362.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে জানা যাবে।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়