বিতর্ক

গত ২০/০১/২০২২ তারিখ হলের  প্রাধ্যক্ষ মহোদয়, আবাসিক শিক্ষকবৃন্দ এবং মডারেটর জনাব  শেখ জিনাত শারমিন এর উপস্থিতিতে কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাব ২০২১-২২ এর কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর করা হয়। এদিন একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও “এই করোনায় আমিই সেরা”- বিষয়ের উপর একটি রম্য বিতর্কের আয়োজন করা হয়। 
জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২১ এ কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাব অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায়  ৩ ফেব্রæয়ারি ও ১ এপ্রিল  ২০২২ তারিখ “সাংস্কৃতিক সংকটই নারী নির্যাতনের প্রধান কারণ।” ও  “সামাজিক হতাশাই আত্মহত্যার মূল কারণ।” বিষয়গুলির উপর ২৩ তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এ কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাব বিজয় লাভ করে। দলনেতা হলের ছাত্রী মাহফুজা মাহবুব এবং অন্যান্য বক্তা হিসেবে তিথি এলমাতুন সুচিতা ও ইশিতা সুর আপন অংশগ্রহণ করে। এছাড়া, ২১ মার্চ ২০২২ তারিখ ১০ম ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এবং  ১৩ এপ্রিল ২০২২১ জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিয়োগিতা- চট্টগ্রাম কেন্দ্র ,-এ  কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাব অংশগ্রহণ করে বিজয় লাভ করে।