Thumb

Professor Dr. Latifa Akanda

Education and social services

প্রফেসর লতিফা আকন্দ

লতিফা আকন্দ-এর জন্ম ১৯২৫ সনে ১ নভেম্বর ময়মনসিংহ জিলার অন্তর্ভুক্ত নেত্রকোনা মহকুমায়। ১৯৩৭ সাল থেকে ১৯৪৯ পর্যন্ত তিনি কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পড়াশোনা করেন। ১৯৪০ সালে ঐ স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পরবর্তীতে ব্রেবোর্ন কলেজ থেকে আই.এ. (I.A.) এবং বি.এ. (B.A.) পাস করেন। ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভাগের পর তিনি পূর্ব পাকিস্তানে আসেন-তারপর স্বামীর কর্মস্থল করাচীতে তিন বছর বাস করার পর ঢাকায় ফেরেন। ১৯৫০ সালে তিনি ঢাকায় ইডেন গার্লস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।

১৯৫৩ সালে কেন্দ্রীয় স্কলারশিপ পেয়ে যুক্তরাজ্যে যান। সেখানে ১৯৫৫ সালে S.O.A.S থেকে Morden Indian History-'র উপর এম.এ করেন। তারপর ১৯৬২ থেকে ১৯৮৭ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিয়ে প্রফেসর হিসেবে অবসর গ্রহণ করেন। পরে তিনি ঢাকায় অবস্থিত Central Women's University তে ইতিহাস বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি গবেষণা ও লেখালেখির বাইরে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি আজীবন উইমেন ফর উইমেন-এর সক্রিয় সদস্য ছিলেন। বিশেষ করে নারী ও শিশুদের কল্যাণ ও উন্নয়নে ছিলেন নিবেদিত প্রাণ। তিনি পূর্ব ও পশ্চিমের বহু দেশ ভ্রমণ করেছেন। ২০১৪ সালের ৪ ডিসেম্বর তাঁর জীবনাবসান হয়।