আই.ডি কার্ড যথাসময়ে রিনিউ করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ থেকে প্রতিমাসে ১০০/- টাকা হারে জরিমানা প্রদান স্বাপেক্ষে হল আই.ডি কার্ড রিনিউ করা যাবে।
২০২২-২০২৩ সেশনে আইডি কার্ড নবায়নের শেষ তারিখ: ৩০/০৮/২০২২
প্রথম বার আইডি কার্ড করার নিয়ম
# হলের ২০০০ টাকা জমার রশিদ দেখাতে হবে
# বিশ্ববিদ্যালয়ের ভর্তি রশিদ (পেইন স্লিপ ) দেখাতে হবে
# স্ট্যাম্প সাইজ এক কপি ছবি
প্রতি বছর আইডি কার্ড রিনিউ করার নিয়ম
# আবাসিক ছাত্রীদের ক্ষেত্রে সংস্থাপন ফি জমা দেয়ার রশিদ দেখাতে হবে
# অনাবাসিক ছাত্রীদের ক্ষেত্রে পরিচয় পত্র নবায়ন ফি ৫০ টাকা জমা দিয়ে রশিদের হলের অংশ জমা দিতে হবে
# রেজিস্টার ভবনে ছাত্রিদের সর্বশেষ ভর্তি রশিদ দেখাতে হবে
# স্ট্যাম্প সাইজ এক কপি ছবি
# মাস্টার্স এর আইডি কার্ড করতে (আবাসিক হলে ) হলের ৩৩০০/- টাকা জমার রশিদ দেখাতে হবে
# অনাবাসিক এর ক্ষেত্রে হলের ২০০০/- টাকা জমার রশিদ দেখাতে হবে
আদেশক্রমে
হল কর্তৃপক্ষ