স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইয়ের উপর একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত উক্ত কুইজ প্রতিযোগিতায় বিভাগের বি.এ (সম্মান) ও এম.এ শ্রেণির শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে নির্বাচিত ০৯ (নয়) জন শিক্ষার্থীকে ২০ ডিসেম্বর ২০২১ তারিখে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।