ভর্তি বিজ্ঞপ্তি
প্রথম বর্ষ বি.এ (সম্মান) শ্রেণি
শিক্ষাবর্ষ: ২০২১-২০২২
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিট থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ০৫ ও ০৬ সেপ্টেম্বর ২০২২ সকাল ১০:০০টায় শুরু হবে।
ভর্তি প্রক্রিয়া:
ভর্তি কমিটির সংশ্লিষ্ট শিক্ষক মন্ডলী কর্তৃক সত্যায়িত করার জন্য শিক্ষার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে:
০১. অনলাইন থেকে ডাউনলোডকৃত টাকা প্রাপ্তির রশিদ (০২ কপি)
০২. মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার গ্রেডশিটের ফটোকপি (০২ সেট)
০৩. পাসপোর্ট আকারের ল্যাব প্রিন্ট রঙিন ছবি (০৪ কপি) কম্পিউটার জেনারেটেড ছবি গ্রহণ করা হবে না
০৪. ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি (০২ কপি)
০৫. কলেজ অধ্যক্ষের প্রসংশাপত্রের ফটোকপি (০২ কপি)
০৬. পিতা/মাতা/বৈধ অভিভাবকের আয়ের সনদপত্র (নিয়োগকর্তা/গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত) (০২ কপি) বিভাগে প্রদেয় ফি
০৭. বিভাগীয় কম্পিউটার ল্যাব ফি : ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা
বিভাগীয় উন্নয়ন ফি : ৫০০.০০ (পাঁচশত) টাকা
বিভাগীয় সেমিনার লাইব্রেরি ফি : ৫০০.০০ (পাঁচশত) টাকা
-------------------------------------------------------------------------
সর্বমোট : ৬,০০০.০০ (ছয় হাজার) টাকা (বিভাগ হতে ব্যাংক জমার স্লিপ সংগ্রহ
করে সোনালী ব্যাংক ঢা. বি. ক্যাম্পাস
কর্পোরেট শাখায় জমা দিতে হবে।)
মনোনীত শিক্ষার্থীদেরকে আগামী ০৫ ও ০৬ সেপ্টেম্বর ২০২২ উল্লেখিত সময়ে বিভাগে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
ড. মো. সাইফুল ইসলাম
অধ্যাপক ও চেয়ারম্যান