পরিবেশনাকলার একটি বিশেষ শক্তিশালী মাধ্যম হল থিয়েটার। মানুষকে অদ্ভুতভাবে অনুরণিত করার বিশেষ শক্তি আছে এতে।
বঙ্গবন্ধুর বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে একটি স্বার্থক নাট্যিক পরিবেশনা উপস্থাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। ছোট্ট ৭:৫৬ মিনিটের পরিবেশনায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলকিত হয়েছেন, অনুরণিত হয়েছেন, বিমোহিত হয়েছেন। ধন্যবাদ আপনাকে।
পরিবেশনা-
"আমরাই মুজিব"
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ সমাবর্তন-২০২৩ এর জন্য নির্মিত থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ কর্তৃক উপস্থাপিত একটি নাট্যিক পরিবেশনা।
মূলভাবনা, নির্দেশনা ও সংগীত পরিকল্পনা : কাজী তামান্না হক সিগমা, চেয়ারপার্সন, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ।
পরিবেশনা পান্ডুলিপি নির্মাণ ও সংকলন: তানভীর নাহিদ খান
চিন্তা-সূত্র উদ্দীপক: আশিকুর রহমান লিয়ন
কোরিওগ্রাফি: অমিত চৌধুরী
পোশাক ও প্রপস পরিকল্পনা: উম্মে সুমাইয়া মনি, আহসান খান
মঞ্চ ও আলো: নাভেদ রহমান
মঞ্চ ব্যবস্থাপনা: মনোহর চন্দ্র দাস
কারিগরি সহযোগিতা: শাহাবুদ্দিন মিয়া, কাজী রুবেল
পরিবেশনায় অংশগ্রহণ: বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ
তথ্যপঞ্জি : (১) কারাগারের রোজ নামচা, শেখ মুজিবুর রহমান,
২) ভাইয়েরা আমার ভাষণ সমগ্র, সংগ্রহ সংকলন ও সম্পাদনায় নজরুল ইসলাম, ৩) শ্রাবণ ট্রাজেডি, আনন জামান রচিত একটি গবেষণা নির্ভর নাটক।
৪) সারা জাগানো বিপ্লব, দেশাত্মবোধক ও গণসংগীত।
৫) এই সিধা বাঁশ দেখো, সংগীত, রচনা- শাহমান মৈশান, সুর- কাজী তামান্না হক সিগমা।