ইমদাদ-সিতার খান ফাউন্ডেশন এর অর্থায়নে প্রবাসী বাংলাদেশীদের সেবামূলক প্রতিষ্ঠান স্পন্দনবি প্রতিবছর ৮০০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হবে। ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় পাশ করে বর্তমানে ডিগ্রী পর্যায়ে প্রথমবর্ষ (শিক্ষাবর্ষ: ২০২২-২০২৩) বিএসসি অনার্স, এমবিবিএস, বিডিএস, বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএ অনার্স, বিএসএস অনার্স এবং বিবিএ শ্রেণীতে অধ্যয়নরত মেধাবী অস্বচ্ছল ছাত্র/ছাত্রীদের কাছ থেকে ইমদাদ-সিতারা খান বৃত্তির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদপত্রের নমুনাকপি: www.spandanb.org ওয়েবসাইট অথবা SPANDANB-IMDAD-SITARA KHAN SCHOLARSHIP এই নামে সার্চ দিয়ে অথবা mostafiz14@yahoo.com এই ই-মেইলে অনুরোধ করে অথবা সরাসরি কার্যালয়ে (অফিস) যোগাযোগ করে পাওয়া যাবে। বৃত্তিসংক্রান্ত যেকোন তথ্যের জন্য অফিস সময়ে (সকাল ১০.০০ টা - বিকাল ৫.০০ টা) ০২-৪৮১১৪৪৯৯ অথবা ০১৭১৩-০৩৬৩৬০ এই মোবাই নম্বরে যোগাযোগ করা যাবে।