আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ই মার্চ, ২০২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সভাকক্ষে অপরাধবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ মহিলা পরিষদ যৌথভাবে এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল ‘সাইবার হ্যারাসমেন্ট অ্যান্ড ভায়োলেন্স: বিল্ডিং এ সেফার ওয়ার্ল্ড অনলাইন ফর ওয়েমেন’। বিভাগের চেয়ারপার্সন শাহারিয়া আফরিনের সভাপতিতত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। এছাড়াও বক্তব্য রাখেন মহিলা পরিষদের সিনিয়র রিসার্চ ট্রেনিং অফিসার শাহজাদী শামীমা আফজালী, সিনিয়র অ্যাডভোকেট ফাতেমা বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদের রিসার্চ অফিসার আফরোজা আরমান।
অনুষ্ঠানে অধ্যাপক জিয়া রহমান বিশ্বব্যাপী নারীদের সংগ্রামের অতীত এবং নারী অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অবদানের ইতিহাসের সাথে সকলকে পরিচয় করিয়ে দেন। ভবিষ্যতে অপরাধ বিজ্ঞান বিভাগ ও মহিলা পরিষদ সম্মিলিতভাবে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি ও ক্যাম্পেইন জাতীয় নানা ধরনের কার্যক্রম গ্রহণ করবে বলে তিনি তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শাহজাদী শামীমা আফজালী বলেন, ব্যক্তির প্রথম শিক্ষা প্রতিষ্ঠান পরিবার। তাই প্রত্যেককে অপরাধ প্রতিরোধ, প্রতিকার ও প্রতিবাদের শিক্ষা নিজ নিজ পরিবারেই প্রথম চালু করতে হবে। তবেই সচেতনতা সকলের মাঝে ছড়িয়ে পড়বে। নারী অধিকার রক্ষায় সচেতনতা কেবলমাত্র একটি নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ না রেখে সর্বসময় এ জাতীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি অনলাইনে নিপীড়নের শিকার নারী-পুরুষ সকলকে নিজের সাথে সংঘটিত অন্যায়ের প্রতিবাদে উদ্বুদ্ধ করেন।
আফরোজা আরমান বলেন, ‘নারী অধিকার ব্যতীত মানবাধিকার অসম্পূর্ণ।’ নারী অধিকার নিশ্চিতকরণ ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ মহিলা পরিষদের সিনিয়র অ্যাডভোকেট ফাতেমা বেগম সাইবার অপরাধ ও অনলাইনে নারীদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে প্রণীত বিভিন্ন প্রতিরোধ ও প্রতিকারমূলক আইন সম্পর্কে সকলকে অবহিত করেন।
পরে নারীর প্রতি সাইবার সহিংসতা ও হয়রানি প্রতিরোধসংক্রান্ত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। অনুষ্ঠান থেকে সম্মান জানানো হয় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রতি। সর্বশেষ আয়োজনের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান বিভাগের চেয়ারপার্সন শাহারিয়া আফরিন।