বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মোৎসব আজ ১২ জানুয়ারি ২০২৫ রবিবার উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এবং বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ যৌথভাবে জগন্নাথ হলের রবীন্দ্র ভবন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি ড. পরিতোষ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাপস কুমার বিশ্বাস, বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি ড. কালিদাস ভক্ত, সংগঠনের নওয়াপাড়া শাখার সাধারণ সম্পাদক ডা. মিলন বসু, সাধারণ সম্পাদক সমীর কুমার বিশ্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সচ্চিদানন্দ পাল স্মরণ বক্তব্য রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ স্বামী বিবেকানন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন একজন সত্যপরায়ণ মানুষ। মানবসেবাই ছিল তাঁর মূল দর্শন। স্বামী বিবেকানন্দের আদর্শ ধারণ করে শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক প্রকাশনা ‘জ্ঞানদীপ’-এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া, সংগঠনের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়