ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে ‘Unleashing the power of gender equality: Uplifting the voices of women and girls to unlock our world’s infinite possibilities’ শীর্ষক এক সেমিনার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রবিউল হকের সভাপতিত্বে সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং ইউএনএফপিএ বাংলাদেশের চিফ অব হেলথ্ ডা. ভিভাভেন্দ্রা সিং রঘুবংশী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফৌজিয়া মোসলেম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।