আগামী ১৪ নভেম্বর ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য্য গবেষণা কেন্দ্রের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য্যের ২৬ তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ সেমিনার, ২০২৪ অনুষ্ঠিত হবে। সেমিনারে “বৌদ্ধ মূর্তিশিল্পের উদ্ভব ও বিকাশ প্রক্রিয়া” শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, মাননীয় উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলা অনুষদের মাননীয় ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। সভাপতিত্ব করবেন অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য্য গবেষণা কেন্দ্রের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।