গত ৮ সেপ্টেম্বরে Zoology Premier League (ZPL) 2024 ফুটবল টুর্নামেন্টের প্রথমবারের মত পর্দা উঠে। এবারের আসরে গ্রুপ পর্বে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিভিন্ন ব্যাচের মোট ৫টি দল: Shining Jaspers (batch 68 & 67), Hunter Bee (batch 66), Rising Ravens (batch 65), Team Genesis (batch 64) ও Team Robust (batch 63).
এবারের আসরে বিভাগের প্রতিটি দল-ই ছিল দুর্দান্ত। খেলার মাঠে কেউ-ই কাউকে এক চুল ছাড় দেয়নি। ফলশ্রুতিতে গ্রুপ পর্বের ৪ ম্যাচ শেষে ৪টি দলের পয়েন্ট গিয়ে দাঁড়ায় ৫ এ। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে Shining Jaspers. বাকি চার দলের সমান পয়েন্ট থাকায় আয়োজক কমিটি আন্তর্জাতিক নিয়মানুযায়ী Hunter Bee এবং Team Robust কে সেমিফাইনালের জন্য বাছাই করে; যেখান থেকে Team Robust দলগত নৈপুন্যে ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনালে Shining Jaspers ও Team Robust এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত Team Robust ১-০ গোলে Shining Jaspers কে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।
বিভাগের শিক্ষকবৃন্দ মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ প্রদান করেন। এছাড়াও, বিভাগের ছাত্রীরাও তাদের সহপাঠীদের উৎসাহ যোগাতে খেলার মাঠে উপস্থিত ছিলেন। সবার সরব উপস্থিতিতে সাফল্যের সাথে পর্দা নামে এবারের আসরের।